[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
টাঙ্গাইলে গোয়েন্দা (ডিবি) পুলিশ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা। শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার জেলা সদর রোড সংলগ্ন লেক কর্নার থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল বাছেদ (৩২) ও জরিনা বেগম জলি (২৭)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিন-এর এসআই হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে তাদেরকে। এ ব্যাপারে সদর মামলা দায়ের করা হয়েছে থানায়। উদ্ধারকৃত ইয়াবা ১ লাখ ২০ হাজার টাকা আনুমানিক মূল্য। গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হবে আদালতে।