[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নারী ও শিশুসহ ১৩ ডেঙ্গু রোগী । এরা সবাই এক গত এক সপ্তাহের ব্যবধানে জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে । মঙ্গলবার তাদের রক্ত পরীক্ষা করে পাওয়া যায় ডেঙ্গু জীবাণু । বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার রাত ৯টার দিকে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, চিকিৎসাধীন রোগীদের রক্ত পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে ডেঙ্গু । চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের সবাইকে।