[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শনিবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে। চট্টগ্রাম দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বঙ্গবন্ধু বিপিএলের আজ চতুর্থ ও ঢাকার প্রথম পর্বের শেষ দিন হলেও নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি হামস্ট্রিং ইনজুরির কারণে।