[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে রোববার (২৬ আগস্ট) সকালে কালীগঞ্জের নওদাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, শিশু শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি স্কুলে যাবার পথে আনছার আলী নামের ওই বৃদ্ধ তাকে কৌশলে ঘরে ডেকে নেয়। এ সময় শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় আনছার। পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে মাকে বিষয়টি জানায়। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে সদর হাসপাতালে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য। এ ঘটনায় পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।