[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয় একটি র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা শেষ হয় পরিষদ চত্বরে গিয়ে । সেখানে বেলুন উড়িয়ে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই সপ্তাহের উদ্বোধন করে ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । এতে সংসদ সদস্য আব্দুল হাই, মৎস্য অফিসের কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্য চাষীরা বক্তব্য রাখেন। শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।