ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় স্কুলছাত্রী ধর্ষণের আসামিকে গ্রেফতার

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,৮:২৫ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে। গতকাল (২১ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয় সদর উপজেলার খাজুরা এলাকা থেকে ।

পুলিশ জানায়, খাজুরা এলাকায় অবস্থান করছে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা, অভিযান চালানো হয় এমন খবরের ভিত্তিতে। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে বাদশা পুলিশকে লক্ষ্য করে। পাল্টা গুলি চালায় পুলিশও। সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। গত ১২ই আগস্ট সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে বাদশা ও তার সহযোগীরা অপহরণের পর। নির্যাতিতার বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন এ ঘটনায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে