ঝিনাইদহে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ সদস্য অসুস্থ

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৬:৩৩ পূর্বাহ্ণ
0
117

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝিনাইদহে খাদ্যে ‘বিষক্রিয়ায়’ একই পরিবারের ১১ সদস্য অসুস্থ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, বুধবার (২৮ আগস্ট) সকালের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামের কালীপদ ঘোষ। দুপুরের দিকে স্ত্রী, ছেলে ও নাতি-নাতনিসহ পরিবারের অপর সাত সদস্যও অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে