[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহে সিফাত নামে এক স্কুলছাত্র দুই কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহতের সহপাঠী এ ঘটনায় আহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের কালিকাপুর এলাকার দশম শ্রেণীর ছাত্র সিফাত ও মাহির সঙ্গে একই এলাকার সুমন ও লিওনের হাতাহাতি হয়। এরই জেরে আবারো তারা সংঘর্ষে জড়ায় শনিবার সকালে। এ সময় সুমন ও লিওন সিফাত ও মাহিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি হলে, দুপুরের দিকে সিফাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।