[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার টেকনোলজিস্ট নির্বহী আদেশে নিয়োগ প্রদানসহ ৬ দফা দাবিতে ঝালকাঠির সদর হাসপাতাল টেকনোলজিস্ট এসোসিয়েশন কর্মবিরতি পালন করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এ কর্মবিরতি পালন করে তারা।কর্মসূচীতে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি, জীবন কৃঞ্চ বরাল,সাধারণ সম্পাদক জতিষ সিকদারসহ টেকনোলজিস্ট এসোসিয়েশন নেতৃবিন্দু অংশ নেয়।
এসময় সাংগঠনের নেতারা বলেন, নির্বহী আদেশে বয়সোত্তীর্ণ টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুর পদ সৃষ্টি। মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ ও ডিপ্লোমামেডিকেল এডুকেশন বোর্ড চালু করণ সহ ছয় দফা দাবি তুলে দরেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান সংগঠন নেতারা।
এদিকে কর্মবিরতিতে করোনা নমুনা পরিক্ষার রিপোর্ট নিতে এসে ভোগান্তিতে পরেছে বলে অভিযোগ করেন রোগীরা।