[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক গৃহীত ” মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্য স্লোগানে শতাধিক ফলজ ভেষজ শোভাবর্ধক বৃক্ষ চারা রোপণ করা হয়। কাঠাল, জাম, পেয়ারা, নিম, কৃষ্ণচূড়া, অর্জুন, বহেরা, আমলকি, সেফালি, কাঠবাদাম প্রভৃত প্রজাতি।
ডিসি পার্ক চত্ত্বর থেকে বৃক্ষরোপণের কর্মসূচীর শুভসূচনা হয়। এছাড়াও ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, তাবলীগ জামে মসজিদ প্রাঙ্গন, পাবলিক হরিসভা প্রাঙ্গন এই কর্মসূচীর আওতাধীন।
উক্ত বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসানুল বারী, সহ-সভাপতি পঙ্কজ কুমার দে,সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম উপ- অর্থ সম্পাদক বিষ্ণু কুমার শীল সহ জেলা ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ নাবিল,মেহেদী হাসান অনিম, মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ, মোঃ হাসিব হাওলাদার সহ জেলার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যেয় ব্যাক্ত করে।