ঝালকাঠি জেলা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবিবার, ডিসেম্বর ৬, ২০২০,২:৩৬ অপরাহ্ণ
0
77

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি জেলা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ইউনিট চত্তরে সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহআলম সভাপতিত্ব করেন। সভায় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্না সম্পাদকের রিপোর্ট পেশ করেন। সম্পাদকের রিপোর্ট এর উপর নির্বাহী কমিটির এ্যাড: আনোয়ার হোসেন আনু, এ্যাড: মাহাবুবুর রহমান , হাফিজ আল মাহামুদ, তরুন কর্মকার, মনিরুল ইসলাম তালুকদার ও হোসনে আরা মান্নান এবং আজীবন সদস্য সুলতান হোসেন খান ও হাবিব মুনসি বক্তব্য রাখেন।

রেডক্রিসেন্ট ইউনিটের সহকারি পরিচালক মাহামুদ হোসেন সহ আজীবন  ও দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বছরে এই ইউনিটের মোট আয় হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯শ ৩৪টাকা এবং একই সময় ব্যায় হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৪৩৭ টাকা উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৩২৪ হাজা ৪ শ ৩৭ টাকা। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে