ঝালকাঠি কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান

বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২০,৯:৩২ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাধন রায়, ঝালকাঠি  প্রতিনিধি :  ঝালকাঠিতে কন্যা শিশু দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট সহযোগিতা করেছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান।

অন্যদের মধ্যে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, শিক্ষক মনছুরা খামন ও সম্মাননা প্রাপ্তদের মধ্যে মাহফুজা মিষ্টি বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কন্যা শিশুদের সুরক্ষা, সুস্থ্য বিনোদন, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহ রোধে সেচ্ছাধীন ভূমিকা পালনের জন্য নাসরিন আক্তার সারা, সৈয়দা মাহফুজা মিষ্টি, সানজিদা আক্তার রিয়া, মীম আক্তার ও বুসরা হক এই ৫ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে