[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আন্তজাতিক তথ্য অধিকার দিবস আলোচনা সভা ও প্রচার প্রচারনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম তথ্য অধিকার আইন বিষয় মূল্য উপস্থাপনা মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রদর্শন করেন। এছাড়াও সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা সঞ্চয় অফিসার রবিউল ইসলাম ও সরকারী বালক বিদ্যালয়ের ছাত্র অয়ন বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ও সুশীল সমাজের প্রতিনিধি আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ট্রাকে করে এই দিবসের প্রচার প্রচারণা চালানো হয়েছে।