[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় সরকারি কাঠালিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি সিকদার মোঃ কাজল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, মোঃ হাসিবুর রহমান ও মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের হাতে সাবান তুলে দেন।