ঝালকাঠিতে ৩দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়ার্ড শুরু

বুধবার, অক্টোবর ২১, ২০২০,৮:৩০ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠিতে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়ার্ড শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান যাদুঘর এর তত্মাবধানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন।

ঝালকাঠি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম সভপতিত্ব করেন।

অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লা পনির, ঝালকাঠি সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আনসার উদ্দিন, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত ও সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসক ও অতিথিরা মেলার ২০টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনীগুলো দেখেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে