[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় ২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোর এলাকার জান্নাতুল(২৪) ও একই উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের পারভিন(৫০)।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৪৫ জন, নলছিটি উপজেলায় ১০৩ জন, রাজাপুর উপজেলায় ১১৬ জন, ও কাঠালিয়া উপজেলায় ৪১ জন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২২৬৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২২১৮ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৪০৫ জনের রিপোর্ট পজেটিভ ও ১৭৮০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং সুস্থ হয়েছেন ২১২, মৃত্যু ১৩জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৬৪ জন ও সদর হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ১৬ জন।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।