ঝালকাঠিতে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৬ জনসহ মোট আক্রান্ত ৩৮৭

সোমবার, জুলাই ২০, ২০২০,৪:৪৬ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত ২৪ ঘন্টায় পুলিশ কর্মকর্তাসহ করোনা ভাইরাসে ৬ জন আক্রান্ত হয়েছে।

আক্রান্তরা হলেন ঝালকাঠি জেলা পুলিশ সদস্য মোঃ সবুজ(২৮), শহরের আমতলা সড়কের মতি লাল মিস্ত্রি (৪৭), কালিবাড়ি সড়কের মন্টু শরিফ(৪৫), বসুন্ধরা সড়কের রুহুল আমিন(৪৭) রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের আঃ সামাদ হাওলাদার(৭০) ও কাঠালিয়া উপজেলার আমুরা এলাকার গোলাম মোস্তফা(৪৫)।

এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৪০ জন, নলছিটি উপজেলায় ৯৯ জন, রাজাপুর উপজেলায় ১০৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ৪০ জন।

ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২১৪১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২০০৩ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৩৮৭ জনের রিপোর্ট পজেটিভ ও ১৫৯১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং সুস্থ হয়েছেন ১৯৬, মৃত্যু ১৩জন।

হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৭৭ জন ও সদর হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ১২ জন।

ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালি এ তথ্য জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে