[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছে। নলছিটি উপজেলায় ১জন ও রাজাপুর উপজেলায় ১জন আক্রান্ত।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১০১ জন, নলছিটি উপজেলায় ৯১ জন, রাজাপুর উপজেলায় ৭৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩৭ জন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৯১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৭৪৭ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৩০৭ জনের রিপোর্ট পজেটিভ ও ১৪৪০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২০জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।
জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২০জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন।
ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।