ঝালকাঠিতে ১০দফা দাবি আদায়ে পোস্টমাস্টাদের মানববন্ধন কর্মসূচি

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২০,১০:৩২ অপরাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডাক বিভাগের অবিভাগীয় (ই,ডি) কর্মচারীদের দশ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঝালকাঠি পোস্টমাস্টা কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আয়োজনে সংগঠনের দুই শতাধীক কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয়।

চলমান সম্মনী ভাতা তিনগুর বৃদ্ধিসহ দশ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন পোস্টমাস্টা কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন বর্তমানে ডিজিটাল ডাকঘরের একজন পোস্টমাস্টা মাসিক সম্মনী ভাতা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা যা দিয়ে তারা মনবতর জীবন যাপন করছে। তাদের দশ দফা দাবী মানার জন্য সরকারের প্রতি আবেদন জানান। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে