ঝালকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের নতুন করে ২ হাজার ৮৯ জনকে ভাতা বই বিতরণ

সোমবার, জুলাই ২০, ২০২০,৪:০০ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : ২০১৯/২০২০ অর্থ বছরের নতুন করে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা বই বিতরণ টেলিকনফারেন্সে উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।

উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রোজী আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসলাত জাহান সোনালী ও  উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান পলাশ। পরে উপকারভোগীদের হাতে ভাতা বই তুলে দেয়া হয়।

সদর উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ২ হাজার ৮৯ জন নতুন করে ভাতা পাবে ১কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার টাকা। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে