[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসে অনলাইনে জাতীয়ও ও বিভাগীয় পর্যায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণে জাতীয় পর্যায় বঙ্গবন্ধুর ভাষন ক্যাটাগরিতে প্রথম ও বিভাগীয় পর্যায় প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠি শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাইয্যেবা সুলতানা জীম।
এছাড়া বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় বিভগীয় পর্যায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ইকরামুল হক চয়ন ২য় হয়েছেন। উপস্থিত বক্তৃতায় ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ছাত্র মোঃ তাজওয়ারুল ইসলাম ৩য় এবং ক্বিরাত প্রতিযোগীতায় কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসার ছাত্র মোঃ মুরছালিন ২য় হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অথিতি ছিলে মোঃ আরিফুল ইসলাম ও এন এস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে ইমাম ও মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।