[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে দিন ব্যাপি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খারিপ-২ মৌসুমে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদারে সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচাল মোঃ ফজলুল হক বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন। জেলা প্রশিক্ষণ কর্মকর্তার্ মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক রথিন্দ্রনাথ বিশ্বাস।
প্রশিক্ষণে মালটা, লেবু, কমলা ও বাতাবিলেবুু, চাষ বিষয় প্রশিক্ষণ দেয় হয়েছে।