[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে চলছে কঠোর শাটডাউন। গতকাল রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।
শাটডাউন অমান্য করায় ৯২ জনকে ৪৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে।
অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ান বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।