ঝালকাঠিতে মেয়ের শোকে বাবা কাতর, জামাইয়ের হুমকী

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০,১০:৩৪ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠির কিফাইত নগর আবাসন প্রকল্পের বসিন্দা মোঃ বাচ্চু মিয়া বিবাহিত কন্যার হদিস পাচ্ছে না, উল্টো তার মোবাইল ফোনে জামাতা আরিফ মোল্লা গালাগালি ও হুমকিসহ ২০হাজার টাকা ও মোবাইল দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে।

এই ঘটনায় বাচ্চু মিয়া ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।অভিযোগের প্রকাশ বাচ্চু মিয়ার কন্যা সুমি আক্তারের সাথে ৬বছর পূর্বে ঢাকার সদরঘাট ছোট মসজিদ রোডের মোঃ আলমগীর মোল্লার পুত্র আরিফ মোল্লার বিয়ে হয় এবং বিয়ের সুমি দীর্ঘ দিন পিত্রালয় ছিল।

৩ মাস পূর্বে আরিফ মোল্লা তার আত্নীয় স্বজনদের সহযোগিতায় গোপনে স্ত্রী সুমিকে তার ঢাকার বাসায় নিয়ে যায়। এর পর থেকে এর পর থেকে সুমির কোনো খবরাখবর পাওয়া যাচ্ছে না।

গত ২৯আগষ্ট থেকে জামাই আারিফ মোল্লা তার মোবাইল ফোন: ০১৯৫৪৭৭৭৯০৩ থেকে বাচ্চু মিয়ার মোবাইল ফোনে:০১৯৫৭৫৯৩৩৫০ নম্বরে ২০হাজার টাকা ও একটি মোবাইল ফোট চেয়ে হুমকি দিচ্ছে। আরিফ মোল্লা দাবি করছে তার মেয়ে, সুমি এই পরিমান টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।

ঝালকাঠি থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে