[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির আলোচিত সায়মা কালাম মেঘার মৃত্যুর ঘটনায় আসামীদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে এবং আসামীদের অব্যহতি দরখাস্ত না মঞ্জুর করেছে।
ঝালকাঠির না ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার নারী ও শিশু ১৮৫/১৯ মামলার অভিযোগ গঠন করেছে। অভিযুক্ত আসামী মাহিবী হাসান, তাঁর মা সেলিনা নাফিস ও বোন নওরিন বন্য এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে স্বাক্ষী গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। সুনানী শেষে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি, ভিকটিমের স্যুইসাইড নোট, সুরতহাল, ভিসারা রিপোর্ট পর্যালোচনা করে এই অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনে উল্লেখ করা হয়েছে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠণের মতো পর্যাপ্ত উপাদান রয়েছে। সায়মা কালাম মেঘার সাথে দীর্ঘদিন মাহিবী হাসান প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে মেঘা তাকে বিবাহর প্রস্তাব দিলে মাহিবী অস্বীকার করে তাকে আত্ম হত্যার পথে ঠেলে দেয়।
গত ২১ এপ্রিল ২০১৯ তারিখ বিকেল ৫টায় সায়মা কালাম মেঘা আত্মহত্যা করে। এব্যাপারে মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ৩জনকে আসামী করে অভিযোগ দায়ের করে এবং আদালত পিভিআইকে তদন্তভার দেন। পিবিআই ২০/০৯/২০১৯ তারিখ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে আসামীরা জামীনে রয়েছে।