ঝালকাঠিতে মাতৃদুগ্ধ বিধিমালা অবহিতকরণ এবং মনিটরিং বিষয়ক কর্মশালা

মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০,১১:১৯ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিধিমালা অবহিতকরন এবং মনিটরিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে এই কর্মশালার আয়োজন কারা হয়েছে।

সোমবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সভাপতিত্বে কর্মশালায় ঝালকঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে ডিবি ইনচার্জ মোঃ ইকবাল বাহার, পুষ্টি প্রকল্পের সহকারি পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান ও মেডিকেল অফিসার ডাঃ তাসনিম রহমান দিশু, সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান। কর্মশালায় ডাক্তার, নার্স, ড্রাগ অ্যাসোসিয়েশনের সদস্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ ৩৫ জন অশংগ্রহণ করেছে।

কর্মশালায় ৫বছর পর্যন্ত বয়সি শিশুদের জন্য মাতৃদুগ্ধ পান করার বিষয় পারিবারিকভাবে সচেতন করা এবং শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত শিশু খাদ্য বাজারজাত ও প্রয়োজনিয় চাহিদা ব্যতিত চিকিৎসকদের নিয়ন্ত্রণ বিধিমালা কার্যকরভাবে  বাস্তবায়ন নিশ্চিত করার এই কর্মশালায় গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস কর্মশালা পরিচালনা করেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে