ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০,৮:১১ পূর্বাহ্ণ
0
87

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান অবমাননা কারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ।

বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মনববন্ধন কর্মসূচি পালন করেন তঁারা।মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  খান সাইফুল্লাহ পনির, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা  দুলাল সাহা, আনোয়ার হোসেন আনু, শহীদ ইমাম পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুন কর্মকার প্রমুখ।

মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী মৌলবাদী সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে যথাস্থানে ভাস্কর্য নির্মাণের দাবি জানান।পাশাপাশি ভাস্কর্য ভাঙচুর কারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে