ঝালকাঠিতে প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে কর্মশালা

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০,১০:৫৬ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ‘অধিকার এখানে, এখনই’ এ প্রকল্পের আওতায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য পরিসেবা বিষয়ক কর্মমালা।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নারী পক্ষ। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

কর্মশালায় সহযোগিতা করে ঝালকাঠি তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম। কর্মশালায় কিশোর কিশোরীদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কিশোর কিশোরীদের জন্য কর্নার স্থাপন ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। অধিকার এখানে, এখনই প্রকল্পের পরিচালক সামিয়া আফরিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন, সাংবাদিক কে এম সবুজ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সদস্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের নাছরিন সারা। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে