ঝালকাঠিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

সোমবার, ডিসেম্বর ৭, ২০২০,৯:৫৪ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বরিবার সকাল ১০ টায় ঝালকাঠির পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী বেলুন ও পায়রা উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: কামাল হোসেন , একই বিভাগে কনসালটেন্ট ডাঃ আফরোজা বাহারসহ পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ও উপজেলায় পর্যায়ের কর্মকর্তা,স্বাস্থ্য প্রধানকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরে সকাল ১১ টায় কীর্ত্তিপাশা পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই সপ্তাহ উপলক্ষে জেলা বিভিন্ন ইউনিয়নে অনুরুপ ক্যাম্প করে মায়েদের ইমপ্লোটেসনসহ সকল ধরনের সেবা প্রদান করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে