[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের ৩৩% নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয় ঝালকাঠি প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টায় নারী উন্নয় ফোরামের আয়োজনে ও রূপান্তর বেসকারি প্রতিষ্ঠানের সহায়তায় মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রীসহ ২০ জন অংশগ্রহণ করেছেন। ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, জেলা বিএনপি সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা আওয়াম লীগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জাপা নেতা সৈয়দ আবু সহিদ, সিপিবি সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ হরি, জাসদের সুকোমল ওঝা দোলন বিশেষ অতিথি হিসেবে ছিলেন।