[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি আদালতে জামিন নিতে আসা আসামী উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আহত করেছে বাদীপক্ষ তার ভাড়াটিয়া মাস্তান নিয়ে। হামলায়া আহত সাহাজুজ্জামান হাওলাদারকে(৫০) ঝালকাঠির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় সাহাজুজ্জামানের সাথে আসা অবসর প্রাপ্ত হারুন পুলিশও আহত হয়েছে।
সাহাজুজ্জামান জানান, মঙ্গলবার সকালে আদালত চত্বরে প্রবেশের পূর্বে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে হঠাৎ দোকান থেকে বেরিয়ে এসে সাহাজুজ্জামানের প্রতি পক্ষের একই এলাকার সেকান্দার আলীর পুত্র সরওয়ার, বয়েজিদ ও বজলু কতিপয় ভাড়া করা মস্তান নিয়ে হকস্টিক ও লাঠি সোটা নিয়ে আক্রমন করে এবং পিটিয়ে আহত করে ড্রেনে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন সাহাজুজ্জামান ও তার সঙ্গিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সাহাজুজ্জামান পেশায় একজন বাস চালক।
মঙ্গলবার নলসিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ সাহাজুজ্জামানের বিরুদ্ধে ১২ দিন পূর্বে একটি মারামারির ঘটনায় তাকে প্রধান আসামি করে মামলা করেছে প্রতিপক্ষরা। এই মামলায় আসামী পক্ষের অন্যরা ইতেপূর্বে আদালত থেকে জামিন পেয়েছে এবং সে জামিনের জন্য আদালত পাড়ায় আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। এই ঘটনাটি সাহাজুজ্জামানের আইনজীবি আদালতে জানালে আদালত সাহাজুজ্জামানের জামিন মঞ্জুর করেন। এ ব্যাপারে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এবং পুলিশ জানিয়েছে হামলাকারিদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।