ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২০,১০:৩২ অপরাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।এবছরের প্রতিপাদ্য বিষয় ‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।  অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন ।বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল  হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিআরটিএর মটরযান পরিদর্শক মাহফুজ হোসেন, ঝালকাঠি ট্রাফিক পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান, টিআইবির জেলা শাখার সভাপতি হেমায়েত উদ্দীন হিমু, জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি আলমগির হোসেন, জেলা অটো রিকশা ইউনিয়নের সভাপতি আবু সাইদ খান, জেলা বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর চৌধূরী ও শিক্ষার্থী কানিজ মীম এবং তৌহিদুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সকলকে আইন মেনে চলার ২০৪১সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে উন্নত দেশের কাতারে অন্তর্ভূক্ত করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে