[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রশাসকের সন্মেলণ কক্ষে সরকারি কর্মকতা,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় করেছেন ,বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের সচিব মো: নাসিরুজ্জামান।
শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বর্তমান সময়ে কোভিট-১৯ পরিস্থিতি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার মনিটরিং বিষয়ে পর্যালোচনা ভিত্তিক মত আলোচনায় জেলা প্রশাসক মো: জোহর আলী সভাপত্বি করেন।
সভায় বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের লেফটেনেন্ট কর্ণেল সরোয়ার ,সহকারি পরিচালক এনএসআই ঝালকাঠির আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির,মেয়র ঝালকাঠি পৌরসভা আলহাজ্ব লিয়াকত তালুকদার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক ও স্বাস্থ্যবিভাগের কর্মকতারা বক্তব্য রাখেন।
সচিব বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের সুরক্ষা ও নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে মটিভেশন করার উপর গুরুত্ব আরোপ করেন ।