ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকসহ ২জনের মৃত্যু

সোমবার, জুলাই ১৩, ২০২০,৪:৩৬ অপরাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি :   ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে তাদের মৃত্যু হয়।  

মৃতের পরিবার জানায়, গত ৫ দিন ধরে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে নলছিটি শহরতলীর খোঁজাখালী গ্রামের বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন (৬০)। রবিবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে বাড়িতেই মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির কপালবেড়া গ্রামের সৈলাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ কিদার (৭০)। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনজন মুফতির নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন তাদের জানাজা ও লাশ দাফন করে বলে জানিয়েছেন মুফতি হানযালা নোমানী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে