ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে আইনজীবী সহকারির মৃত্যু

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০,৪:২১ অপরাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে হারুন অর রশীদ (৫২) নামে এক আইনজীবী সহকারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পালবাড়ির বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মৃত ব্যাক্তির পারিবারিক সূত্র জানায়, হারুন অর রশীদ শহরের পালবাড়ির বাসায় এক সপ্তাহ ধরে বুকে ব্যাথা শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এনিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৪ জনের এবং করোনা পজেটিভ হয়ে ১২ জনের মৃত্যু হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে