[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে হারুন অর রশীদ (৫২) নামে এক আইনজীবী সহকারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পালবাড়ির বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যাক্তির পারিবারিক সূত্র জানায়, হারুন অর রশীদ শহরের পালবাড়ির বাসায় এক সপ্তাহ ধরে বুকে ব্যাথা শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এনিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৪ জনের এবং করোনা পজেটিভ হয়ে ১২ জনের মৃত্যু হয়।