[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠির সদর হাসপাতারে উপজেলা পর্যায়ে একদিনের কমিউনিকেশন ক্যাম্পেইন অন আর্সেনিকমুক্ত পানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ৩৫ জন কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মী এই কর্মশালায় অংশগ্রহ করেছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রনালয় ও লাইফ স্টাইল হেলথ এন্ড প্রমোশন এর আয়োজনে সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করেছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় ঝালকাঠির সদর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসানের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত অতিথি ছিলেন।
মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন ডাঃ প্রজ্ঞাপারমিতা। অন্যদের মধ্যে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গেীতম কুমার দাশ বক্তব্য রাখেন। কর্মশালায় নিরাপদ পানিয় হিসেবে বৃষ্টির পানি ধরে রেখে ব্যাবহার করার উপর গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমানে গভীর নলকূপেও আর্সেনিকের পরিমান রয়েছে।





























