ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণ অভিযানে ৮জেলের ১বছর করে কারাদণ্ড

সোমবার, অক্টোবর ১৯, ২০২০,৭:৫৭ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল বিকাল জোয়ার শুরু হওয়ার পর থেকে ৬ঘন্টা করে ১২ ঘন্টা জেলার বিষখালী সুগন্ধা নদীতে মোবাইল কোর্ট অভিযান চলছে।

জেলার ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৪টি এবং জেলা সদরে একটি সহ ৫টি ইউনিট কাজ করছে। ১৩ অক্টোবর দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৪৫ টি মোবাইল কোর্ট  এর আওতায় ৩৭টি অভিযান পরিচালিত হয়েছে।

এই অভিযান গুলিতে ১৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং ৫৮হাজার ৭০০মিটার  কারেন্ট জাল আটক করে পুরিয়ে ফেলা হয়েছে। আটককৃত জালের মূল্য ৮লাখ ৬৩হাজার টাকা ও আটককৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিলিয়ে দেয়া হয়েছে। নিয়ম লঙ্গন করার দায়ে ৮টি মামলায় ৮জন জেলেকে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ১জনকে ৫০০০টাকা জরিমানা করা হয়েছে। ২টি নৌকা জব্দ করা হয়েছে।

সরকার কার্ডধারী জেলেদের ভিজিএফ কর্মসূচীর আওতায় এই সময়ে সরকারি সহায়তা হিসেবে ২০কেজি করে চাল বিতরণ শুরু করেছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে