[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর দিবসের পতিপাদ্য হলো ‘কোভিট ১৯ সংকট স্বাক্ষরতায় শিক্ষায় পরিবর্তনশীল শিক্ষন-শিখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা’। ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক সরওয়ার আলম সিকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝালকাঠির সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার।
অন্যদের মধ্যে এনজিও কর্মকর্তা আঃ গফ্ফার খান ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন করেছে।