[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-১ আদালত অস্র আইনে আলোচিত অপরাধী মোঃ বাদল খানকে(৩৫) ১০বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
মঙ্গলবার বৈকালীক পর্বে এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ রায় ঘোঘণা করেন। তবে, মোঃ বাদল খান জামিন নিয়ে আদালতে অনুপস্থিত ছিল। সাজা প্রাপ্ত মোঃ বাদল খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলা চাটরা গ্রামের চিহ্নিত ডাকাত আবদুর রশিদ খানের পুত্র।
২০১৭ সালের ২৭ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় দিবাগত রাত নলছিটি উপজেলার খাওখির-শ্রীরামপুর বাজার সংলগ্ন আঞ্চলিক মহা সড়কে অভিযান চালিয়ে ১টি দেশি তৈরী সাটার গান ও ৩ রাউন্ড গুলিসহ মোঃ বাদল খান র্যাব-৮ এর অভিযানে গ্রেফতার হয়।
এ ব্যপারে র্যাব-৮ এর ডিএডি মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। এসআই ফিরোজ আহম্মেদ তদন্ত শেষে ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহন করেছে। সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামী পক্ষের ফারুক হাওলাদার মামলা পরিচালনা করেন। জানা গেছে বাদল খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে।