জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২,১:০২ অপরাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল বিকাল ৪টায় নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার সদস্য মহিন উদ্দিন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য জাহেদুন্নবী কনক। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণবিরোধী ও স্বৈরাচারি সরকারের একতরফা সিদ্ধান্ত। এই অবৈধ সরকার নিজের দূর্নীতি-লুটপাট ও সীমাহীন কারচুপির সকল বোঝা আজকে চাপিয়ে দিচ্ছে জনগণের উপর। বিশ্বাবাজারে যখন তেলের দাম নিম্নমূখী, সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের জীবন-জীবিকার সংকটকে আরো বেশী কষ্টকর করে তুলবে।

শিল্প, কৃষি, পরিবহণ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানী তেলের প্রভাব পড়বে। জনজীবনে চরম দূর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ৬ মাসে বিপিসি জ্বালানী তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারের যখন তেলের দাম কম ছিলো তখন তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। কিন্তু সরকার সেই পথে না হেটে জনগণের উপর এই বাড়তি মূল্য চাপিয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে