[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মঙ্গলবার বাদ জোহর জেলহত্যা দিবস ২০২০ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ মোনাজাতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শাহাদাতবরণকারী জাতীয় চার নেতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্যবৃন্দের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহীউদ্দিন কাশেম। এতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, এ কে এম ফজলুর রহমান, মো. আনিছুর রহমান সরকার, উপপরিচালক আলমগীর হায়দার, আনিসুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।