জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯,৮:০০ পূর্বাহ্ণ
0
122

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ৩১ ডিসেম্বর চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে। একই সঙ্গে এদিন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩১ ডিসেম্বর পরীক্ষাগুলোর ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে বিষয়টি এখনো লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে মন্ত্রণালয়কে এখনো লিখিতভাবে ওই তারিখের ব্যাপারে জানানো হয়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে