জিয়ার সমাধি জিয়ারতে বিএনপির দুই মেয়রপ্রার্থী

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০,৮:০৩ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার চতুর্থ দিনে বিএনপির দুই মেয়র প্রার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ সময় ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, প্রচারণায় বারবার তার নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তবে সব পরিস্থিতি মোকাবিলায় এবার তারা প্রস্তুত বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে দলটির দুই প্রার্থীই বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পরে নিজ নিজ সিটি করপোরেশনে গণসংযোগে নামেন তাবিথ ও ইশরাক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে