[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জার্মানিতেও আনন্দ ও বিষাদে পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। মঙ্গলবার (৮ অক্টোবর) জার্মানির বার্লিন, মিউনিখ, ফ্রাংঙ্কফুর্ট ও হামবুর্গসহ অন্যান্য অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গতি নাশিনী দেবীদুর্গাকে বিদায় জানায়।
শরৎকে আলো করে জগতে বিরাজমান সকল অশুভ ও অসুরীয় শক্তিকে দমনে মহালয়ার দিনে হিন্দু সম্প্রদায়ের দেবী মা দূর্গা এসেছিলেন এই ধরাতলে। তাই গত ৫টি দিন ছিল সনাতন ও হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে আনন্দের সময়। বিজয়া দশমীতে দেবীর বিদায়ে বিশ্বের অন্যানা দেশের মত জার্মানির বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের মনে বেজে ওঠে বিদায়ের সুর। ঢাকের আওয়াজেও বিষাদের ছন্দ।
চারসন্তান লক্ষী, স্বরসতী, কার্তিক ও গনেশকে নিয়ে মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহে ফিরে যাওয়ার দিনে ভক্তরা আশা করেন শান্তির বাণী নিয়ে বছর ঘুরে দেবী দুর্গা আবার ফিরে আসবেন পৃথিবীর সকল দুর্যোগ বিনাশে।
তবে বিসর্জনের আগে দশমীবিহিত পূজা, দর্পন বিসর্জন, আরতী, সিদুঁর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবীভক্তরা আরো একবার জানান দিল এই উৎসব কোন বিশেষ ধর্মের নয় এই উৎসব সার্বজনীন।