[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অনুষ্ঠিত হয়ে গেলো জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন কর্তৃক “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প”- প্রকল্পের উদ্বোধনী কার্যক্রম। গতকাল ১৭ই জানুয়ারী, (শুক্রবার) সকাল ১০.০০ ঘটিকায় ফাউন্ডেশন-এর কনফারেন্স হলে অত্যন্ত মনোরম পরিবেশে এই কার্যক্রম শুরু হয় স্থানীয় পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থ মানুষ নির্বিশেষে সকলের যাবতীয় চোখ সম্পর্কিত জটিলতায় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে । কার্যক্রমের প্রারম্ভেই রোগীদের ঢল নামতে শুরু করে ফাউন্ডেশন প্রাঙ্গনে। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি-এর বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. মোহাম্মদ শেহাবউদ্দিন ও তাঁর সহকারিবৃন্দ।
এই মহতি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব ডা. নূর মোহাম্মদ, ঢাকা জেলা পরিষদের সদস্য মো. ফিরোজ আলম, কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের, তেঘরীয়া ইউনিয়নের মেম্বার আবুল খায়ের এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব সাইয়্যেদ গোলাম মোদাসসের মাওলা সাহেব- সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও না’তে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা ঘটেমুঈনীয়া ইসলামিয়া আলিয়া মাদরাসার ছাত্রদের অংশগ্রহণে। উদ্বোধনকালে ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের মানবসেবামূলক বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরেন এবং প্রতি বছর ৩ মাস অন্তর এই “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প”- পরিচালনার প্রত্যাশা ব্যাক্ত করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও, ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও অন্যান্য সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা ও শুভকামনা প্রত্যাশা করে বক্তব্য রাখেন মো. ফিরোজ আলম, মো. আবু তাহের ও আবুল খায়ের সাহেব প্রমুখ।
পরিশেষে, এই মহতি কর্মকান্ডের জন্যে ফাউন্ডেশনকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প”- প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ডা. নূর মোহাম্মদ।
উল্লেখ্য, সকাল ১০.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত প্রায় ৭ ঘন্টারও অধিক সময় ধরে চলাকালীন চক্ষু ক্যাম্পটিতে প্রায় দুই শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়। এছাড়াও, ছানি পড়া রোগীদের স্বল্প খরচে ছানির অপারেশনের সুযোগ করে দেয়ার পরিকল্পনাও জানিয়েছে জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন।
বলাবাহুল্য, বিগত সময়ে তেঘরীয়া ইউনিয়নের বিস্তর এলাকা জুড়ে মহামারী ডেঙ্গু প্রতিকারে মশক নিধন অভিযানসহ দুঃস্থ ও সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম প্রভৃতি মানবসেবামূলক কর্মকান্ডের বহুল দৃষ্টান্ত স্থাপন করায় ফাউন্ডেশনটি সমগ্র কেরানীগঞ্জ উপজেলায় যেমন সমাদৃত তেমনি প্রশংসিত।