[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাপানের পশ্চিমাঞ্চলে কিয়োটো অ্যানিমশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে অন্তত ১২ জনের। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন । আহতদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলে কিওটো নগর দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন। খবর আলজাজিরার।
অনুমান করা হচ্ছে, অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ মারা গিয়েছেন । আগুন লাগার পিছনে কারণ কী পুলিশ তার তদন্ত শুরু করে দিয়েছে । এরই মধ্যে অ্যানিমেশন স্টুডিওতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশের দাবি স্টুডিও’র চারপাশে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পরেও দেখা যায় আগুন জ্বলতে । উল্লেখ্য, স্টুডিওটি ‘সাউন্ড! ইফোনিয়াম’ সিরিজ তৈরি করে আসছিল এবং তাদের ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড- দ্য ড্রিম’ নামের সিনেমাটি রিলিজ হওয়ার কথা চলতি মাসে ।