জানুয়ারিতে আসছে আরো শক্তিশালী শৈত্যপ্রবাহ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৭:২৩ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শেষ হলো এবারের প্রথম শৈত্যপ্রবাহ, যা ছিল মৃদু ধরনের। তবে এর প্রভাবে এখনও তীব্র শীতে কাঁপছে দেশ। আগামী দু’তিন দিনের মধ্যে এ প্রভাব কেটে যেতে পারে। এরপর ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে তাপমাত্রা আবার কমে যেতে পারে। নতুন করে হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের চেয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে। ওই সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। শনিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে এক আবহাওয়াবিদ বলেন, ‘২৫ ডিসেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মৃদু আকারে শৈত্যপ্রবাহও আসতে পারে। ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে এই শৈত্যপ্রবাহ আসতে পারে।’ তিনি বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। এটি হতে পারে মাঝারি ধরনের।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে