[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জানাজা সম্পন্ন হয়েছে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলের সামনে মৃত্যুবরণকারী মিলের শ্রমিক আব্দুস সাত্তারের। মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের আমরণ অনশনে মৃত্যুবরণ করে প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) তাঁর জানাজা সম্পন্ন হয় সকাল সাড়ে ১০টায় মিলের সামনে।
জানাজায় অংশ নেন অনশনরত শত শত শ্রমিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে আব্দুস সাত্তারের কর্মস্থল প্লাটিনাম জুবিলী জুট মিলের ব্যবস্থাপনায় মরদেহ তাঁর পরিবারের নিকট পাঠানো হয়। প্লাটিনাম জুবিলী জুট মিলের তাঁত বিভাগের কর্মী ছিলেন আব্দুস সাত্তার। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনশন চলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি প্লাটিনাম জুবিলী জুট মিলের সামনে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যান তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে।
এদিকে, আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনে পড়েছে বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে শ্রমিকদের আমরণ অনশন। আন্দোলনকারী শ্রমিকদের মুহুর্মুহু স্লোগানে আজো প্রকম্পিত কর্মসূচি এলাকা।এ কর্মসূচি শুরু হয় গত মঙ্গলবার (১০ ডিসেম্বর)।