জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলণ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 

সোমবার, আগস্ট ১৫, ২০২২,১০:০৩ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনায় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে আপন দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার, ১৫ আগস্ট ভোরে ইটনা উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন হৃদয় অটো হাউজ নামের প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হৃদয় কর্মকার (২৬) ও বিজয় কর্মকার (১৬) ইটনা উপজেলা সদরের কর্মকার হাটির মৃত নেপাল কর্মকারের ছেলে।

এলাকাবাসী জানান, দুই ভাইয়ের মধ্যে হৃদয় কর্মকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভোরে স্টিলের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে পল্লী বিদ্যুতের লাইনের তারে বিদ্যুতস্পৃষ্ট হন। সাথে সাথে ছোটভাই বিজয় বড়ভাইকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইটনা থানার এস আই নাজমুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে