জাতীয় পিঠা উৎসব ও বইমেলা একটা জাগরণ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বুধবার, মার্চ ৪, ২০২০,৮:১৯ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে সংস্কৃতি অঙ্গন-সহ সকল ক্ষেত্রে যে ভিত্তি স্থাপন করেছেন তার ওপর আমরা এখনো দাঁড়িয়ে আছি। বঙ্গবন্ধু যে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করে গেছেন, তা আজ দেশের সংস্কৃতির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। জাতির পিতা যে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন, আমাদের সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এয়োদশ জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পিঠা উৎসব ও বইমেলা একটা জাগরণ। নতুন প্রজন্ম পিঠা সংস্কৃতি থেকে পিছিয়ে পড়ছিল। এ উৎসব পিঠাকে সারা দেশে পৌঁছে দিয়েছে।

জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম হামিদের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ-১৪২৬ এর আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক, একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী লাকী ইনাম, জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ আলম।

প্রতিমন্ত্রী পরে পাঁচজন সেরা পিঠা শিল্পীকে সম্মাননা ও অংশগ্রহণকারী পিঠা শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে